*Magnify*
SPONSORED LINKS
Printed from https://www.writing.com/main/view_item/item_id/1777859-24532476249524682494
Rated: E · Poetry · Romance/Love · #1777859
বাংলা
তোমার জন্মদিনে
[ প্রেমকাননের প্রিয়াকে]
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

-------------------------------------------

আজ এপ্রিলের সেই স্মরণীয় দিন ঃ তোমার জন্মদিন ;
স্বার্থক তোমার জন্ম ।
সেদিন মায়ের জরায়ু থেকে বের হয়ে কেঁদেছিলে
পৃথিবীর দৈন্যদশা দেখে ।
তুমি আজ তরুনীতে রূপান্তরিত ,
সুন্দর একজন তন্বী তরুনী তুমি ।
সেই ভাঁজহীন শরীরে আজ তোমার
সাগরের ঢেউয়ের মতো মাতাল করা ভাঁজ !
আজ পৃথিবীর রূপ পাল্টাতে পারো তুমি ,
পৃথিবীর দৈন্যদশাকে
ভালোবাসার মুগ্ধ পদাবলী দিয়ে
তুমি হাসি ফোটাতে পারো ।
সুন্দর তোমার মুখাকৃতি ,
সুন্দর ভাঁজ করা শরীরের গঠন ,
সুন্দরের জয় সর্বত্র - তাই তুমি জয়ী ।
কাকতালীয় ঘটনায় আমি তোমার বন্ধু হলাম ,
তোমার সুন্দর মুখশ্রীর কাছে পরাজিত হলেও
এখন একজন বন্ধু ;
অন্যদের মতো সুন্দর না হলেও
তোমার হৃদয়ের বাইরে ভাসমান একজন বন্ধু ।
জানি , সুন্দর তো সুন্দরেরই পূঁজারী ,
তাই তোমার ভালোবাসা বিলাবার স্থান সুন্দরের কাছেই ।
তবুও মিনতি তোমায় ,
অসুন্দর ভেবে সুতীব্র ঘৃণার তীর বিদ্ধ করোনা
আমার দগ্ধিত বুকে ,
তোমার ভালবাসা পেতে আমি
এখন হিমালয়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছি ।
ভুমধ্য সাগরের লিপারী দ্বীপের স্ট্রম্বলীর মতো
জীবন্ত আগ্নেয়গিরি যেন আমার হৃদয় ,
তোমার ভালোবাসার মৃদু স্পর্শে
হৃদয়ের জ্বালামুখ দিয়ে
তোমার অজান্তে
আগ্নেয়গিরি থেকে নির্গত হচ্ছে লাভা !
তোমার মুখপদ্মের জন্য অহন্কার করোনা ,
হিংসা করোনা আমায় কালো বলে ,
দন্ডায়মান করোনা অন্য কাউকে
তোমার হৃদয়ে - আমার বিপক্ষে ।
আমার হৃদয়কে
তোমার অহন্কার নামের এ্যাসিড দিয়ে ঝলসে দিবে ?
এমন পাষাণ কখনো হয়োনা ।
মূল্যবান কিছু নাইবা দিলাম ,
অন্ততঃ আজ তোমার জন্মদিনে
তোমায় একটা কবিতা দিলাম !
পরিবর্তে শুধু তুমি আমায় একটু ভালোবাসা দাও ,
হৃদয় নিংড়ানো আবেগ মিশ্রিত একরাশ ভালোবাসা ;
তোমার ভালোবাসা আমায় করবে সজীব - জীবন্ত ,
তোমার সেই ভালোবাসা আমায় করবে নতুন জীবন দান ।
বিশ্বাস করো , সুদৃঢ় বিশ্বাস -
যেমন তুমি তোমার কথাকে করো ,
তোমার অনিচ্ছায় তোমার ঐ তুলতুলে দেহখানা আমি চাইনে ,
তোমার সুন্দর মুখাবয়বের জন্য আমি কখনো লালায়িত নই ,
লুলোপ দৃষ্টিতে তোমার শরীরের প্রতিটি ভাঁজ দেখা থেকে
আমি বিমুখ থাকবো , কিন্তু তুমি
আমাকে একটা বিষয়ে কক্ষনো বাধা দিতে পারবেনা ।
যেভাবেই হোক তোমার হৃদয় আমাকেই দিতে হবে ,
আমি তোমার দেহকে নয় , হৃদয়টাকেই চাইবো ।
তোমার দেহ - সেটা বাইরের ,
তুমি বাধা দিলেও তা নিষ্পেষিত হবে অন্যের করতলে ;
আর তোমার হৃদয় - সেটা ভিতরের ,
তুমি না দিলে কারো সাধ্য নেই তাতে হাত দেয়ার ।
এখন সব তোমার ইচ্ছার উপরই নির্ভর -
দেহ অন্যকে দিতে চাও ? দাও ,
রূপ অন্যকে দেখতে চাও ? দেখাও ।
সবকিছুই দিয়ে দাও ,
আপত্তি কিছুতেই থাকবেনা আমার ।
কিন্তু , দোহায় আল্লাহর !
হৃদয়টা শুধু আমার জন্য অবশিষ্ঠ রেখো ;
সেটি কাউকে স্পর্শ করতে দিওনা ,
এমনকি সামান্যতম স্পর্শও নয় ।
আমার হৃদয়ের আকুতি তোমার হৃদয়ের কাছে -
আমি একটা দগ্ধিত ক্ষত হদয় ,
তুমি এক অক্ষত হৃদয়ের জন্য প্রতীক্ষায় আমি ;
তুমি তোমার স্থানে ফুটে থেকো একটা অক্ষত গোলাপ রূপে -
যেন একটা অক্ষত প্রস্ফুটিত লাল গোলাপ !
মনে রেখো , এমন ভাবে -
যেভাবে বুকের ওড়না খসে গেলে তুলে নাও !
এখন আমার বেঁচে থাকার অবলম্বন একমাত্র তুমিই ।
========================================
© Copyright 2011 ZAKARIASHAHNAGARI (zakariactg at Writing.Com). All rights reserved.
Writing.Com, its affiliates and syndicates have been granted non-exclusive rights to display this work.
Printed from https://www.writing.com/main/view_item/item_id/1777859-24532476249524682494